সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫
নির্বাচন নিয়ে ধোঁয়াশা রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে : প্রিন্স
অনলাইন ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী নির্বাচন নিয়ে ধোঁয়াশা রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা এবং সরকারের প্রতি আস্থার সংকট সৃষ্টি করতে পারে।
রবিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতলী ইউনিয়নের বাহিরশিমুল বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর সাত মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ না দেওয়ায় অহেতুক জটিলতা সৃষ্টি হচ্ছে। জনমনে বদ্ধমূল ধারণার সৃষ্টি হচ্ছে, সংস্কারের নামে অবাস্তব ও জন সম্পৃক্তহীন ইস্যু এনে নির্বাচনকে প্রলম্বিত করা হচ্ছে কোনো কোনো দলকে সুযোগ দেওয়ার জন্য। যা অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে। নির্বাচনের দীর্ঘসূত্রতা মহাবিপর্যয় ডেকে আনবে।
তিনি বলেন, জনকল্যাণে কোন দলের পরিকল্পনা কী, তা না বলে কোনো কোনো দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নির্বাচন প্রলম্বিত করতে অনাকাঙ্ক্ষিত প্রচেষ্টা চালাচ্ছে।
হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য প্রবীণ নেতা পড়ান আলী কাঞ্চুর সভাপতিত্বে ও গোলাম মোস্তফা সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, মিজানুর রহমান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, বিএনপি নেতা ফখরুল ইসলাম ও লুতফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি