সিলেটে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

সিলেটে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ

সিলেটে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ

 

প্রেস বিজ্ঞপ্তি

 

সিলেট মহানগর ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার (১২ মার্চ) সিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্টে এই সামগ্রী বিতরণ করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিএনপি চেয়ারপার্সন বেগমৃ খালেদা জিয়ার উপদেষ্টা সিলেটে খন্দকার আবদুল মুক্তাদির।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল আহসান কয়েস লোদী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, সহ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সাকিব, প্রান্তিক ছাত্র সংসদের সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদল নেতা তরিকুল ইসলাম নয়ন, ছাত্রনেতা জামিল আহমেদ জুয়েল, মোস্তাকুর রহমান আনসার, রেজওয়ানুল ইসলাম, রিফাত চৌধুরী, ইমন, রায়হান, তৌসিফ, সাফওয়ান, রাব্বি প্রমুখ।

 

উক্ত কর্মসূচিতে প্রায় আড়াই শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। তাছাড়া ঈদ উপহার হিসেবে একটি করে জায়নামাজ, তসবি এবং টুপি বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশ ও জাতির বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ