মুগাস’র প্রথম কমিটির বছরপূর্তি, নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

মুগাস’র প্রথম কমিটির বছরপূর্তি, নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

মুগাস’র প্রথম কমিটির বছরপূর্তি, নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তি

 

মেট্রোপলিটন ইউনিভার্সিটি জিওগ্ৰাফি এন্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (মুগাস) তাদের প্রথম কার্যনির্বাহী কমিটির এক বছরের সফল পদচারণা পূর্ণ করেছে। সংগঠনটির দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, এক বছরের কঠোর পরিশ্রম, সৃজনশীল মনোভাব এবং বিশেষ উদ্যোগের ফলস্বরূপ, মুগাস এই সময়কালে সিলেট অঞ্চলের ছাত্র-ছাত্রীদের জন্য এক অনবদ্য ভূমিকা পালন করেছে, যা একাডেমিক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক উত্থানকে উজ্জীবিত করেছে।

সিলেট বিভাগ ট্যুর প্যাকেজ

প্রথম কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি তানভীর মুহাম্মদ অভি এবং সাধারণ সম্পাদক প্রিতম পাল এর দক্ষ নেতৃত্বে মুগাস একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নাসা কর্তৃক আয়োজিত পেইল ডু ডট চ্যালেঞ্জ এর ইন হাউজ বুটক্যাম্প, অ্যাস্ট্রো অলিম্পিয়াড, আর্থ ডে পোস্টার কম্পিটিশন, ৩০০০ হেবিট্যাট চ্যালেঞ্জ, নিয়মিত জিওস্পেস আড্ডা এবং বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবিনার। পাশাপাশি, মুগাস সিলেটের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে টেলিস্কোপ স্থাপন করে, যা শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী হওয়ার এবং আকাশের গভীরে দৃষ্টি নিবদ্ধ করার সুযোগ প্রদান করেছে।

 

এই উদ্যোগগুলো শুধু শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হয়নি, বরং তারা পরবর্তী পর্যায়ে উন্নত প্রযুক্তি ও বৈজ্ঞানিক চিন্তাভাবনা বিষয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। মুগাসের এই দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রম ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করেছে।

প্রথম কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সি.এস.ই. বিভাগের লেকচারার এম. ডি. শামিহুল ইসলাম খান লিমন এবং ট্রেজারার ছিলেন তানজিনা আহমেদ মুমু। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন সফটওয়্যার ডিপার্টমেন্টের প্রধান ফুয়াদ আহমেদ। এই কমিটি তাদের নেতৃত্বের মাধ্যমে মুগাসের কার্যক্রমকে একটি নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছে।

ফুয়াদ আহমেদ আবারও ২য় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন কার্যনির্বাহী কমিটিতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ই.ই.ই. ডিপার্টমেন্টের লেকচারার মো. সাদমান সাকিবকে সভাপতি এবং সি.এস.ই. ডিপার্টমেন্টের লেকচারার আয়েশা হায়দার চৌধুরীকে ট্রেজারার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সদ্য নিযুক্ত সভাপতি মো. সাদমান সাকিব বলেন, “নতুন কমিটির সদস্যদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য মুগাসকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া এবং সংগঠনটির উন্নয়নে অবদান রাখা।”

দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে আবিদা তাসনিম মারিয়া দায়িত্বভার গ্রহণ করেছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে কোনো পরিবর্তন আসেনি। দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে প্রিতম পাল আবারও দায়িত্ব পালন করবেন।

নতুন কার্যনির্বাহী কমিটির নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট আবিদা তাসনিম মারিয়া বলেন, “আমরা আমাদের দ্বিতীয় বছরে আরো বৃহত্তর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে আমরা আরও নতুন উদ্যোগ, কর্মসূচি এবং কার্যক্রম নিয়ে সংগঠনকে নতুন উচ্চতায় পৌঁছে দেব। আমাদের লক্ষ্য শুধুমাত্র একাডেমিক উন্নতি নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা এবং যুবসমাজের জন্য সেরা সুযোগ তৈরি করা।”

এদিকে, মুগাসের পৃষ্ঠপোষক এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এম.ও. রহমান চৌধুরী বলেন, “এতো প্রতিকূলতা এবং সীমাবদ্ধতার মধ্যেও মুগাস সিলেটের মতো একটি প্রান্তীয় অঞ্চলের একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রসংগঠন হিসেবে গত একবছরে যে সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সফল ইভেন্ট পরিচালনা করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। মুগাসের ছাত্র নেতৃত্বের এই উদাহরণ সিলেটের শিক্ষাঙ্গনে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশাবাদী যে, মুগাস আগামীর দিনে আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং ভূগোল ও জ্যোতির্বিদ্যা নিয়ে নতুন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, মুগাসের নতুন কার্যনির্বাহী কমিটি তাদের দ্বিতীয় বছরে আরও নতুন এবং উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করবে। তাদের লক্ষ্য শুধু শিক্ষার উন্নতি নয়, বরং মানবসম্পদ উন্নয়ন এবং সমাজের প্রতি সদয় দৃষ্টি রাখা।

মুগাস বিশ্বাস করে, এমন উদ্যোগ ভবিষ্যতে তাদের সদস্যদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করবে এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের গড়ে তুলবে।