সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫
ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, থমথমে পরিস্থিতি
অনলাইন ডেস্ক
জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে ভারত। পাকিস্তানের সঙ্গে থাকা এই আন্তর্জাতিক সীমান্তে ব্যাপক বন্দুকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় বাহিনী। এ সময় ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন স্থানীয়রা, এক প্রকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর দ্য হিন্দুর।
জম্মু অঞ্চলের কাঠুয়া জেলার ঘন জঙ্গলে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের একটি দলের বিরুদ্ধে অনুসন্ধান অভিযান শুরু হয় গতকাল। এই অঞ্চলে দুষ্কৃতিকারীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। তবে সীমান্তে ব্যাপক গোলাগুলি নিয়ে পাকিস্তানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জানা যায়, খবর পেয়ে গোলাগুলির শুরুতে ভারতের স্পেশাল অপারেশনস গ্রুপের একটি পুলিশ দল তল্লাশি অভিযান শুরু করে। তখন সন্ত্রাসীরা তাদের ওপর ব্যাপক গুলি চালায়, যার ফলে আধ ঘণ্টারও বেশি সময় ধরে তীব্র বন্দুকযুদ্ধ চলে। অভিযানে সহায়তা করার জন্য দ্রুত অতিরিক্ত বাহিনী পাঠায় ভারত।
ধারণা করা হচ্ছিল, সন্ত্রাসীরা শনিবার গিরিখাত পথ দিয়ে অথবা নতুন তৈরি সুড়ঙ্গ দিয়ে অনুপ্রবেশ করেছিল। প্রাথমিক গুলিবর্ষণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সারা রাত ধরে এলাকাটি কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আজ সোমবার দ্বিতীয় দিনের মতো চলছে সেই অভিযান। এদিকে পুলিশ মহাপরিচালক নলিন প্রভাতের নেতৃত্বে অভিযান জোরদার করা হয়েছে। আজ সকালে অতিরিক্ত কমান্ডো ও ড্রোন মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘনবসতিপূর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছে, যেখানে অনুপ্রবেশকারীরা লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি