সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৫
ভারতে এমপিদের বেতন ২৪ শতাংশ বৃদ্ধি
অনলাইন ডেস্ক
ভারতের এমপিদের ২৪ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল দেশটির কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে তাদের দৈনিক ভাতাও বাড়ানো হয়েছে। সেই সাথে সাবেক এমপিদের পেনশন এবং অতিরিক্ত পেনশনও বৃদ্ধি করা হয়েছে।
সোমবার দেশটির সংসদীয় মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এই ভাতা বৃদ্ধির কথা জানানো হয়েছে। সেক্ষেত্রে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে বর্ধিত বেতন কার্যকর হবে।
এতদিন পর্যন্ত মাসে ১ লাখ রুপি বেতন পেতেন এমপিরা। এক ধাক্কায় তা ২৪ হাজার রুপি বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার থেকে ১ লাখ ২৪ হাজার রুপি পাবেন। দৈনিক ভাতা ছিল ২ হাজার রুপি। তা করা হয়েছে আড়াই হাজার।
সাবেক এমপিদের পেনশন মিলত ২৫ হাজার রুপি, তা বেড়ে হয়েছে ৩১ হাজার রুপি। এছাড়া অতিরিক্ত পেনশন ২ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে আড়াই হাজার রুপি।
এর আগে ২০১৮ সালে শেষবার এমপিদের বেতন-ভাতায় পরিবর্তন আনা হয়েছিল। নয়া বেতন কার্যকর হওয়ার ফলে ৫৪৩ জন লোকসভার এমপি, ২৪৫ জন রাজ্য সভার এমপি ও প্রাক্তন এমপিরাও সুবিধা পাবেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি