স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শুভেচ্ছা ও কর্মসূচি

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শুভেচ্ছা ও কর্মসূচি

স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ
বাংলাদেশ ফোরামের শুভেচ্ছা ও কর্মসূচি

 

সংবাদ বিজ্ঞপ্তি

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট মাহে রমজান উপলক্ষে এক বিবৃতিতে ’৭১ এর মহান স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় অবিসংবাদিত নেতা হোসেন শহীদ সোরওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর এমএজি ওসমানী সহ লাখো শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধা ও বীর কন্যাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এবারের মহান স্বাধীনতা দিবস জাতি এক ভিন্ন প্রেক্ষাপটে পালন করবে। রক্তাক্ত জুলাই-আগস্টে দুনিয়া কাপানো গণঅভ্যূত্থান মহান স্বাধীনতাকে সুসংহত করার আরো গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বক্তারা আরো বলেন, দুর্নীতিবাজদের শায়েস্তা করতে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে সবার আগে রাষ্ট্র সংস্কার, গণপরিষদ নির্বাচন পাশাপাশি সম্পত্তির হিসাব দাখিল করার বাধ্যকতা ও শক্তিশালী ন্যায়পাল চালুই হবে স্বাধীনতার সার্বোভৌমত্ব অটুট থাকবে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২৬ মার্চ মঙ্গলবার বেলা ১টা ৪৫ মিনিটে সিলেট নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ সহ দেশপ্রেমিক জনতাকে অংশ গ্রহণের আহবান জানিয়েছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। অনুরূপ কর্মসূচি সকল শাখায় পালিত হবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ