বিএনপি প্রতিবার দেশের বিপদে-আপদে রুখে দাঁড়িয়েছে : মির্জা ফখরুল

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

বিএনপি প্রতিবার দেশের বিপদে-আপদে রুখে দাঁড়িয়েছে : মির্জা ফখরুল

বিএনপি প্রতিবার দেশের বিপদে-আপদে রুখে দাঁড়িয়েছে : মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। কারণ বিএনপিই একমাত্র দল যারা প্রতিবার দেশের বিপদে-আপদে রুখে দাঁড়িয়েছে। সবসময় বাংলাদেশকে সমস্ত সংকট থেকে উদ্ধার করেছে।

মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে (আইইবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা আমাদের দেশকে রক্ষা করে, সংকটের সময় পাশে এসে দাঁড়ায়, তাদের কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না।

তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রে যেতে হবে। সেটিই হচ্ছে গণতন্ত্র। আমরা জানি না গণতন্ত্র ছাড়া আর কোনো সিস্টেম আছে যেটা জনগণের কল্যাণ করতে পারে।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ