এক সপ্তাহে গাজায় ইসরায়েলি নৃশংসতায় ২৭০ ফিলিস্তিনি শিশু নিহত

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

এক সপ্তাহে গাজায় ইসরায়েলি নৃশংসতায় ২৭০ ফিলিস্তিনি শিশু নিহত

এক সপ্তাহে গাজায় ইসরায়েলি নৃশংসতায় ২৭০ ফিলিস্তিনি শিশু নিহত
অনলাইন ডেস্ক

 

ইসরায়েলি হামলা গাজায় এক সপ্তাহে অন্তত ২৭০ শিশুর প্রাণ গেছে। যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার নতুন করে সম্প্রতি গাজায় হামলা শুরু করেছে তেল আবিব। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন শিশু মৃত্যুর এই তথ্য জানিয়েছে।

টানা অষ্টম দিনের মতো গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ভোরেও রকেট হামলায় গাজায় সাত শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।

সেভ দ্য চিলড্রেন বলেছে, গত ১৮ মার্চ পুনরায় হামলা শুরুর পর থেকে ২৭০ জনের বেশি শিশু নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে উপত্যকাজুড়ে ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫০ হাজার ১৪৪ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন আহত হয়েছেন।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এরও বেশি বলে দাবি করেছে।

বিডি প্রতিদিন