সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫
ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামীপন্থী ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ
অনলাইন ডেস্ক
রাজধানীর কোতোয়ালী থানার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগপন্থী ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে ৯ জন আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে।
আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এর আগে সকালে আদালতে জামিন চেয়ে আবেদন করেন ৯৩ জন আইনজীবী।
আদালত সূত্রে জানা গেছে, ৯৩ জন আইনজীবী হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। সেই মেয়াদ শেষ হলে হাইকোর্টের নির্দেশ অনুসারে জামিনের আবেদন করেন।
জামিন পাওয়া আইনজীবীরা হলেন ঢাকা বারের সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও ৮ জন নারী আইনজীবীসহ মোট ৯ জন। অপরদিকে একই মামলায় ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামিম, জাকির হোসেন ও মোরশেদ হোসেন শাহীনসহ ৮৪ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে মামলা করেন। এরপরে এ ঘটনায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন নেন ১১৫ জন। আগামীকাল সোমবার (৭ এপ্রিল) অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে। সে মেয়াদ শেষের আগে আজ আইনজীবীরা জামিনের আবেদন করলেন।
এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সম্মুখ থেকে বেআইনি অস্ত্র, লাঠিসোটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, সাইদুর রহমান মানিক, মিজানুর রহমান মামুন, আব্দুর রহমান হাওলাদার, গাজী মো. শাহ আলম, আব্দুল বাতেন, মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, মোহাম্মদ আনোয়ার শাহাদাৎ শাওন, ফিরোজুর রহমান মন্টু, আসাদুজ্জামান খান রচি ও সাবেক সংসদ সদস্য সানজিদা খানম।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি