সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫
ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী আলোচনা কোথায়?
অনলাইন ডেস্ক
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সোমবার দেশটির এক বার্তা সংস্থাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা রোমে অনুষ্ঠিত হবে।
সোমবার ইতালির প্রধান সংবাদ সংস্থা এএনএসএ এই প্রতিবেদন প্রকাশ করে।
ইরান ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা শনিবার ওমানে ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা করেছে। এই সপ্তাহে পুনরায় একই রকম আলোচনা আয়োজনে সম্মত হয়েছে।
জাপানের ওসাকা শহরে বিশ্ব এক্সপো প্রদর্শনীতে তাজানি গণমাধ্যমটিকে বলেছেন, আমরা আগ্রহী পক্ষ এবং মধ্যস্থতার ভূমিকা পালনকারী ওমানের কাছ থেকে একটি অনুরোধ পেয়েছি এবং আমরা ইতিবাচক সাড়া দিয়েছি।
তাজানি বলেন, রোম প্রায়শই এই ধরণের আলোচনার আয়োজন করেছে এবং পারমাণবিক সমস্যার সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনও আলোচনাকে সমর্থন করার জন্য যা যা করা দরকার তা করতে প্রস্তুত।
এর আগে মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিওস, বিষয়টি সম্পর্কে জ্ঞাত দুটি নাম প্রকাশ না করে সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে মার্কিন-ইরান আলোচনার দ্বিতীয় দফা শনিবার রোমে অনুষ্ঠিত হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিষয়ে কোনও চুক্তিতে পৌঁছাতে না পারলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, তিনি ইরানের উপদেষ্টাদের সাথে দেখা করেছেন এবং দ্রুত সিদ্ধান্তের প্রত্যাশা করছেন। তিনি আর কোনও বিস্তারিত তথ্য দেননি।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি