সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেফতার
অনলাইন ডেস্ক
রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় অভিযুক্ত তেজগাঁওয়ের স্থানীয় আওয়ামী লীগ নেতা সায়মনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন। তিনি জানান, ২০১৫ সালের আলোচিত গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে তাকে চিহ্নিত করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত সায়মনকে মঙ্গলবার (১৫ এপ্রিল) আদালতে হাজির করা হবে। এর আগে একই মামলায় গত ৬ এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকেও গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিল মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়ে বেগম খালেদা জিয়া হামলার শিকার হন। সেই সময় তিনি কারওয়ান বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন।
ঘটনার সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার দীর্ঘ ১০ বছর পর, ২০২৪ সালের ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।
বিডিপ্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি