আলোচনার মাঝেও কেনো মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

আলোচনার মাঝেও কেনো মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র?

আলোচনার মাঝেও কেনো মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র?
অনলাইন ডেস্ক

 

পরমাণু চুক্তি নিয়ে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান। প্রথম দফার বৈঠককে ‘গঠনমূলক’ বলে দাবি করেছে তেহরান। আগামী শনিবারই দ্বিতীয় দফায় আলোচনায় বসবে তারা। তবে এই পরিস্থিতিতেও হঠাৎ করে পশ্চিম এশিয়ায় সেনা সংখ্যা বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। সেখানে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে বুঝতে পেরে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেখানকার সেনা ঘাঁটিগুলিতে যুদ্ধবিমানের সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। এতে সেখানে মোতায়েন থাকা বাহিনীর সামরিক সক্ষমতা যে কয়েক গুণ বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না।

পেন্টাগনের বিবৃতিতে অবশ্য কত সংখ্যক যুদ্ধবিমান পশ্চিম এশিয়ায় পাঠানো হচ্ছে তা স্পষ্ট করা হয়নি। ওই এলাকার একাধিক দেশে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রয়েছে। তার কোনটিতে অতিরিক্ত যুদ্ধবিমানগুলি মোতায়েন থাকবে, তা-ও জানায়নি যুক্তরাষ্ট্রের সরকার।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় পরমাণু বোমা বহনে সক্ষম বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান পাঠাচ্ছে পেন্টাগন। ইরান মদতপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির গোপন ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দিতে গত বছর এই অস্ত্র ময়দানে নামায় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের অনুমান, ইরাক, কাতার, জর্ডান এবং কুয়েতে অতিরিক্ত বি-২ বোমারু বিমান মোতায়েন করবে ওয়াশিংটন।

বিডি প্রতিদিন