মার্টিন গাপটিলকে ছাড়িয়ে যাওয়ার পথে মুশফিক

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

মার্টিন গাপটিলকে ছাড়িয়ে যাওয়ার পথে মুশফিক

ক্রীড়া ডেস্ক

আর মাত্র ৪২ রান করলেই নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান মার্টিন গাপটিলকে ছাড়িয়ে যাবেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ দলের এই তারকা ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট তথা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ইতোমধ্যে ১২ হাজার ৯ রান করেছেন।

শুক্রবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ রান করার মধ্য দিয়ে ১২ হাজারি ক্লাবের সদস্য হন মুশফিক। ১০ রানে অপরাজিত থাকা এ উইকেটকিপার ব্যাটসম্যান শনিবার আর মাত্র ৪২ রান করলেই ছাড়িয়ে যাবেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যানকে।

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১২ হাজারি ক্লাবের সদস্য হলেন মুশফিক। এর আগে তামিম ইকবাল এ ক্লাবের সদস্য হন। ১১ হাজার ৯৩৩ রান করে ১২ হাজারি ক্লাবের সদস্য হওয়ার পথে রয়েছেন সাকিব আল হাসান।

জাতীয় দলের সেরা ওপেনার তামিম ইতোমধ্যে তিন ফরম্যাটে সর্বোচ্চ ১৩ হাজার ৫৩২ রান করেছেন।