সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৫
ম্যাক্সওয়েলকে নিয়ে মন্তব্য, জবাবে যা বললেন প্রীতি জিনতা
অনলাইন ডেস্ক
এবার আইপিএলের নিলামে চার কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছিল পাঞ্জাব কিংস। কিন্তু ভালো খেলতে পারেননি তিনি। বাধ্য হয়ে ম্যাক্সওয়েলকে দল থেকেই বাদ দিতে হয় তাদের। কিন্তু ম্যাক্সওয়েল খারাপ খেলায় কয়েকজন প্রীতি জিনতাকে দায়ী করেছেন। এবার তাদের পাল্টা জবাব দিয়েছেন পাঞ্জাবের মালিক।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একজন লিখেছেন, ‘ম্যাম ম্যাক্সওয়েলের সঙ্গে আপনার বিয়ে হয়নি বলেই কি সে আপনার দলের হয়ে ভালো খেলছে না?’ পরে এই মন্তব্য আরো অনেকে শেয়ার করেন। মজা করার জন্যই হয়তো এই পোস্ট করেছেন তারা। কিন্তু প্রীতি ভালোভাবে নেননি সেটা।
তিনি এর পাল্টা জবাব দিয়েছেন। জবাবে প্রীতি লিখেছেন, ‘আপনি কি বিভিন্ন দলের পুরুষ মালিকদেরও এই প্রশ্ন করেন? নাকি এটা শুধুই নারীদের জন্য? ক্রিকেটে আসার আগে আমি জানতাম না করপোরেট মাধ্যমে নারীদের কাজ করা কতটা কঠিন। আমি নিশ্চিত, আপনি হয়তো মজা করেই এই প্রশ্ন করেছেন। কিন্তু আমি আপনাকে বলব, নিজের প্রশ্ন ভালো করে বোঝার চেষ্টা করুন। কারণ এই কথাটা ভালো নয়। আমার মনে হয়, ১৮ বছর ধরে আইপিএলে এত পরিশ্রম করে আমি কিছুটা হলেও সম্মান অর্জন করেছি। সেই সম্মান নষ্ট করবেন না। লিঙ্গভেদ করবেন না।’
ম্যাক্সওয়েলের সঙ্গে পাঞ্জাবের সম্পর্ক বেশ পুরনো। ২০১৪ সালে শেষ যেবার পাঞ্জাব প্লে-অফ তথা ফাইনালে উঠেছিল, সেবার ম্যাক্সওয়েল এই দলেই খেলতেন। প্রীতির দলের হয়ে মোট ৭২টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। ১৩৪২ রান করেছেন তিনি। নিয়েছেন ১৭টি উইকেট।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি