সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৫
শনিবার থেকে আইপিএল পিএসএল
ক্রীড়া ডেস্ক
প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যুদ্ধবিরতির পর পুনরায় শনিবার দুই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা জানিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। আইপিএলের বাকি ম্যাচগুলো ছয়টি ভেন্যুতে এবং ৩ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অন্যদিকে শনিবার শুরু হয়ে ২৫ মে পিএসএলের দশম আসরের পর্দা নামবে বলে গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি নিশ্চিত করেছেন। আইপিএল কর্তৃপক্ষ জানায়, প্রথম পর্বের ১৩টিসহ মোট ১৭টি ম্যাচ বাকি আছে এখনো। আসরের বাকি ম্যাচগুলো হবে ছয়টি ভেন্যুতে- বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষেèৗ, মুম্বাই ও আহমেদাবাদ। তবে প্লে-অফের ভেন্যু এখনো জানানো হয়নি। অন্যদিকে পিসিবির পক্ষ থেকে এখনো সূচি কিংবা ভেন্যু নিয়ে কিছু জানানো হয়নি। শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, পিএসএলের বাকি ম্যাচগুলো পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট পুনরায় শুরু করা নিয়ে আলোচনা করতে সোমবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠক করেন পিসিবির কর্মকর্তারা। সেখানেই আসে এমন সিদ্ধান্ত।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি