সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫
ছাতকে এক যুগ পর দোকান ঘর ফিরে পেলেন বিএনপির নেতা ও ভুক্তভোগী রওশন খান সাগর
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার জামে মসজিদের পাশে জহুরা ফার্মেসী সংলগ্ন দোকান ঘরটি এক যুগপর ফিরে পেলেন বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুক্তভোগী রওশন খান সাগর। আওয়ামীলীগ সরকারের আমলে সাবেক বিচারপতি সামছুল রহমান মানিকের নাম ভাঙ্গিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে আলী জ্যাকোর নেতৃত্বে দখলের প্রচেষ্টা চালায়। চিহিৃত সন্ত্রাসী ভুমি খেকোর কবল থেকে এক যুগ পর আদালতে মাধ্যমে ফিরে পেয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা রওশন খান সাগর।
সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশে বিজ্ঞ দায়রা জজ আদালত, সুনামগঞ্জের গত ১৬ মাচ ২০২৫ তারিখের আদেশের কার্যকারিতা ০৩ (তিন) মাসের জন্য স্থগিত হওয়ায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের কাগজ পত্র পযালোচনা করে বিএনপির রওশন খান সাগরের পক্ষে আদালত রায় ঘোষনা করেন।
গত বুধবার (১৪ মে) দুপুরে ছাতক উপজেলার সহকারি কমিশনার ভুমি মোহাস্মদ আবু নাছির,নাজির মোহন ও ব্যবসায়ি সমিতির সভাপতি নুর উদ্দিন,সাধারন সম্পাদক কামাল উদ্দিন, ডাক্তার আবুল কালাম আজাদ,থানার এস আই সোলেমান পুলিশসহ ও এলাকার গনমান্য ব্যক্তিদের উপস্থিতে দোকান ঘরটি মোঃ রওশন খান সাগরকে ভূমির দখল সমজাইয়া দেওয়া হয়।
জানা যায়, উপজেলার জাউয়া মৌজাস্থ জে এল নং- ৩৩৩ খতিয়ান (এস এ) ৩৭ দাগ নং- ৫২ (এস এ) সাবেক বাড়ী বর্তমানে দোকান। ভীট রকম ভূমি, পরিমাণ- ০.০২২৫ একর ভূমি হিরন খান ও আব্দুল জলিল গত ১৯৮৮ সালে ১০ জানুয়ারি ২৫৪ নং রেজি: দলিলমূলে যৌথভাবে খরিদ করেন। পরবর্তীতে তারা তাদের নামে নামজারী করেন। বর্ণিত ভূমি খরিদের পর আব্দুল জলিল তার প্রাপ্ত অন্যান্য সম্পত্তি সন্তানদের মধ্যে বাটোয়ারা করে দেন। গত ২০০৬ সালে ৩০ মার্চ দোকান কোঠার অংশ তারিখে আন-রেজিস্টারী হেবা মাধ্যমে তার বাবা ছেলে আব্দুল দয়াছকে দান পত্র করে দেন। অপর দিকে হিরন খান তার একমাত্র পুত্র রওশন খান সাগরকে উত্তরাধিকারী হিসেবে রেখে মৃত্যু বরণ করেন। আব্দুল দয়াছ ও রওশন খান সাগর যৌথভাবে ২০ (বিশ) ফুট লম্বা এবং ১৮ (আঠার) ফুট প্রস্থ একদিকে বরান্দাসহ দোকান ঘর তৈরি করেন। দোকান ঘরটি আসক আলী ও তার ভাই আজরক আলীর নিকট ভাড়া প্রদান করেন। পরবর্তীতে বর্নিত ভাড়া গ্রহীতাগণ বর্ণিত ভাড়া দাতাগণের অনুমতি সাপেক্ষে সুরুজ আলী আইয়ূব আলীর নিকট ভাড়া প্রদান করে। গত ২০১২ সালে ৩০ আগষ্ট তারিখ ২৮৫১/২০১২ দলিলমূলে এ মামলার স্বাক্ষী আব্দুল দয়াছের পিতা আব্দুল জলিল ওয়ারিশ আলী নিকট হতে নালিশা ভূমির ০,১১২৫ একর দোকান ভীটা রকম ভূমি ক্রয় করেন। এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহকারি কমিশনার ভুমি আবু নাছির।###
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি