সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫
মায়োর্কাকে হারিয়ে বার্সার শিরোপার অপেক্ষা বাড়াল রিয়াল
অনলাইন ডেস্ক
সান্তিয়াগো বের্নাবেউয়ে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে শিরোপার ক্ষীণ আশা বেঁচে আছে রিয়াল গ্যালাকটিকোসদের। তবে বৃহস্পতিবার ওসাসুনার বিপক্ষে জয় পেলেই লা লিগা শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনা।
এ দিন ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। ১১তম মিনিটে মায়োর্কাকে এগিয়ে দেন মার্টিন ভালেন্ট। ডি-বক্সের ভেতর থেকে নেওয়া তার শট রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আটকাতে পারেননি।
এরপর আক্রমণের ধার বাড়ালেও প্রথমার্ধে কোনো গোল পায়নি রিয়াল। তবে, দ্বিতীয়ধার্ধের ৬৮তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পের গোল হলো ২৮টি, সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০টি।
এরপর গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। যখন মনে করা হচ্ছিলো, ড্র করে আজই বার্সেলোনাকে শিরোপা জয়ের উল্লাসে ভাসাবে রিয়াল, তখনই গোল করে দলকে জয় এনে দেন রামন। রিয়ালের সিনিয়র দলে খেলা দ্বিতীয় ম্যাচেই গোল করে দলকে জেতালেন ২০ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডার। বাড়ানো সময়ের পঞ্চম মিনিটে গোলটি করেন রামন।
লা লিগায় ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। আর ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা থেকে এক কদম দূরে বার্সেলোনা।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি