কুলাউড়ার সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে পুশইন করেছে বিএসএফ

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৫

কুলাউড়ার সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে পুশইন করেছে বিএসএফ

কুলাউড়ার সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে পুশইন করেছে বিএসএফ

স্বপন দেব, মৌলভীবাজার :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্ত দিয়ে নতুন করে ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় এই ঘটনাটি ঘটে।

বিএসএফ এর পুশইন করা ১৪ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও শিশু ৪ জন।

শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল এ এস এম জাকারিয়া জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান।

গত বুধবার (১৪ মে) ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্ত লাতু ও পাল্লারতল দিয়ে বিএএসএফ ৪৪ নারী-পুরুষকে পুশইন করে। ইতিপূর্বে আরও ৫৮ জনকে পুশইন করেছিল বিএসএফ।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ