দখলমুক্ত হলো একটি সরকারি পুকুর

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৫

দখলমুক্ত হলো একটি সরকারি পুকুর

দখলমুক্ত হলো একটি সরকারি পুকুর

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলি মৌজায় একজন বীরমুক্তিযোদ্ধার দখলে থাকা একটি সরকারি পুকুর উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (১৫ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন অভিযান পরিচালনা করে প্রায় ৬২ শতক আয়তনের পুকুরটি দখলমুক্ত করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, সরকারি খাস খতিয়ানের এই পুকুরটি প্রায় ১০ বছর ধরে মৃত বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদ আলী নিজের দখলে রেখে মাছ চাষ করে আসছিলেন। তাঁর মৃত্যুর পরও তার ছেলে শফিক ওই পুকুরটির দখলে রেখে ভোগ করে আসছেন। এলাকাবাসীর অভিযোগের পর তিনি বিষয়টি তদন্ত করে সত্যতা পান। পরে প্রশাসনের পক্ষ থেকে দখলদারদেরকে উচ্ছেদ করে পুকুরটি পুনরুদ্ধারের করা হয়।

তিনি জানান, অভিযানের পর পুকুরে চাষ করা মাছ তুলে জব্দ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ হাজার টাকায় বিক্রি করে সরকারের কোষাগারে জমা দেয়া হয়। ওই পুকুরটি পরবর্তীতে ইজারা দেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ