সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৫
কমতে শুরু করেছে ইলিশের দাম
অনলাইন ডেস্ক
বরিশালে কমতে শুরু করেছে ইলিশের দাম। বাজারে জোগান বৃদ্ধি পাওয়ায় মাছের দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল নগরীর পোর্ট রোড বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। বাজারের বিক্রেতা ইউসুফ বলেন, বৃষ্টি শুরু হওয়ার পর থেকে নদীতে ইলিশ ধরা পড়ছে। তাই বাজারে ভালোই মাছ আসছে। চার দিন আগে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের মাছের দাম ছিল কেজিপ্রতি সাড়ে ৩ হাজার টাকা। আজ (গতকাল) ওই মাছ ২ হাজার ৭০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। একইভাবে ৩ হাজার টাকা কেজির মাছ ২ হাজার ৩০০ টাকা, এলসি সাইজের মাছ ১ হাজার ৮৫০ টাকা, আধা কেজি ওজনের মাছ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
পোর্ট আড়তদার জহির সিকদার বলেন, ‘আর দুই মাস পর ইলিশের মৌসুম শুরু হবে। তখন মাছের আমদানি আরও বাড়বে এবং দাম কমবে। গতকাল এ বাজারে ৫০ মণ মাছ বিক্রি হয়েছে।’
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি