সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
সংবাদ সম্মেলনে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ
কোন ষড়যন্ত্রে সিলেট জেলা বাস মিনিবাস কোচ
মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন বিভক্ত হবে না
অনলাইন ডেস্ক
কোন ষড়যন্ত্রই সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং বি-১৪১৮) কে বিভক্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা বলছেন, গত ত্রি-বার্ষিক নির্বাচনে পরাজিত চক্রটি সংগঠনের সভাপতি সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। শনিবার নগরের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদ আব্দুল মুহিম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ দাবি করেন তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নন। বিএনপি ও জামায়াতসহ কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোন ধরনের উস্কানিমূলক কথাবার্তাও বলেননি। ফ্যাসিস্ট সরকারের তৎকালিন জনপ্রতিনিধিদের সাথে বাধ্য হয়ে চলাফেরা করেছেন। যা ছিল পরিবহন শ্রমিকদের স্বার্থে। তারা অভিযোগ করেন, কুচক্রীমহল এসব ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যাচার করছে। শ্রমিক ইউনিয়ন সভাপতিকে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য বলে দাবি করছে। তেমনি, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিমকে গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক বলে প্রচারনা চালানো হচ্ছে। সভাপতি সম্পাদককে পতিত ফ্যাসিস্ট দলের পদ-পদবীধারী উল্লেখ করে নগরীর বিভিন্নস্থানে পোষ্টার লাগিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন টার্মিনালে থাকা শত শত যানবাহন, চালক, সুপারভাইজার, হেল্পারের জান ও মালের নিরাপত্তায় তারা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টার্মিনালে অবস্থান করেছেন। যা টার্মিনালে স্থাপিত সেদিনের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে। কিন্তু কুচক্রী মহল সেদিনের ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে অপপ্রচার চালাচ্ছে। তারা বলেন, সংগঠনের দুটি শীর্ষ পদে নির্বাচিত হয়ে পরিবহন শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব নেয়ার সাড়ে ৩ বছরের মাথায় ১৩০ জন নিহত পরিবহন শ্রমিক পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ৬৫ লাখ টাকা নগদ অনুদান প্রদান করেছেন। পরিবহন শ্রমিকদের জন্য কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন মাইক্রো স্ট্যান্ডের সামনে ১ কোটি টাকার জায়গা ক্রয় করেছেন।
পরিবহন শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে গত নভেম্বরের নির্বাচনেও তারা নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনের পর পরাজিত একটি চক্র তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ ব্য়বস্থা গ্রহণে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে সিলেটের পরিবহন শ্রমিকদের কল্যাণে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি