হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬ তম ওরস আজ

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৫

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬ তম ওরস আজ

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬ তম ওরস আজ

নিউজ ডেস্ক

 

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬ তম ওরস মোবারক কাল রোববার শুরু হবে। দু’দিনব্যাপী এই ওরসকে ঘিরে শাহজালালের দরগাহ এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ওরস সফলভাবে সম্পন্ন করতে নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃংখলা বাহিনী। দরগাহ এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। পুলিশ এবং মাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতি বছর আরবি জিলক্বদ মাসের ১৯ ও ২০ তারিখ দু’দিনব্যাপি হযরত শাহজালাল (রহ.)-র ওরস মোবারক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবারও পালিত হচ্ছে পবিত্র ওরস মোবারক। আজ রোববার সকাল থেকে শুরু হয়ে আগামীকাল ১৯ মে সোমবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ওরস।

মাজার কর্তৃপক্ষ জানায়, রেওয়াজ অনুযায়ী ওরসের দিন সকাল ৯টা থেকে শুরু হবে মাজারে গিলাফ চড়ানো। চলবে বিকেল পর্যন্ত। পরদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।

দরগাহ-ই হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) সিলেটের সরেকওম (মোতাওয়াল্লী) ফতেহ উল্লাহ আল আমান ও সাধারণ সম্পাদক সামুন মামুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি