সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৫
সিলেটে যেভাবে হবে বিএনপির সদস্য সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক
সিলেটে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম। সোমবার এ কর্যক্রম উদ্বোধন করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এরপর থেকে সিলেটজুড়ে জাতীয়তাবাদী ঘরানার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাঁড়া পড়েছে বলে দাবি দলটির নেতাকর্মীদের।
উদ্বোধন হলেও এখনো কিন্তু পুরোদমে সব জায়গায় কাজ শুরু হয়নি। তবে প্রস্তুতি চূড়ান্ত, শুরু হলো বলে। সদস্য সংগ্রহের পাশাপাশি পুরানো সদস্যদের নবায়নও করা হবে।
নতুন সদস্য হওয়ার জন্য ৩০ টাকা দিয়ে সংশ্লিষ্ট ইউনিট থেকে আবেদনপত্র সংগ্রহের পর তা পূরণ করে জমা দিতে হবে। এই প্রক্রিয়ায় বাছাই শেষে বিশেষ টোকেন সংগ্রহ করতে হবে। সেই টোকেন দিয়ে কেন্দ্রীয় কার্যালয় থেকে মূল সদস্য ফরম সংগ্রহ ও সেটি পূরণ করে জমা দিলেই কাজ শেষ।
আর সদস্য নবায়নের ক্ষেত্রে অবশ্য কোনো আবেদন ফরম সংগ্রহ করতে হবে। কেবলমাত্র নির্ধারিত ফি ২০ টাকা জমা দিয়ে টোকেন সংগ্রহ করলেই মূল সদস্য ফরম পাওয়া যাবে।
এটা খুব একটা জটিল প্রক্রিয়া নয় বলে জানিয়েছে সিলেট বিএনপির দায়িত্বশীল একটি সূত্র।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, আমাদের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আবেদনপত্র পৌঁছে দেয়া হচ্ছে। কিছুকিছু জায়গায় পৌঁছেও গেছে। সেটি নির্ধারিত ফি দিয়ে সংগ্রহ করলেই আমরা পরবর্তী প্রক্রিয়ার বিষয়টি বিস্তারিত জানিয়ে দিবো।
উল্লেখ্য, এবার সারাদেশে আরও এক কোটি নতুন সদস্য সংগ্রগের লক্ষ্যে গত ১৫ মে থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি