সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৫
জাতীয় কবি নজরুলের ১২৬তম জন্মদিন
যথাযোগ্য মর্যাদায় পালনের আহবান
-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
১১ জ্যৈষ্ঠ, ২৫ মে রবিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি; বিবিসি বাংলার জরিপে তৃতীয় স্থান অধিকারী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি, সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি শুধু কবি ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি হিসেবে নিজের জীবনকে গৌরবান্বিত করেছেন। দুখু মিয়া বলে যারা কবিকে আখ্যায়িত করেন, এই বক্তব্যকে দ্বিমত পোষণ করে নেতৃবৃন্দ বলেন, তিনি দুখু মিয়া ছিলেন না, প্রকৃত অর্থে তার জীবন ছিল ইহকাল ও পরকালের কল্যাণময় গুণাবলী সাহিত্যের মাধ্যমে প্রকাশ করেন। তিনি হিন্দু-মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের হৃদয়ে স্থান দখল করেছেন। তিনি বলেছেন “মোরা একবৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান। মুসলিম যে তার নয়নমণি, হিন্দু যে তার প্রাণ।” মোটকথা নজরুল ছিলেন অসম্প্রদায়িক। লুটেরা ও জালিমদের বিরুদ্ধে নজরুল ছিলেন এক আতঙ্কের নাম।
জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ২৫ মে রবিবার সকাল ১০টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ নজরুল চত্বরে জমায়েত, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্খিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকুসদ হোসেন আহবান জানান এবং সকল মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে কবি কাজী নজরুল ইসলামের জন্য দোয়া করারও আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি