সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৫
সিলেটে রিকশা চালকদের সাথে সিএনজি চালকদের সং ঘ র্ষ
অনলাইন ডেস্ক
সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষ হয়েছে। এতে পণ্ড হয়ে গেছে পুলিশের অভিযান।
বৃহস্পতিবার (২২ মে) সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিডিবি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় দুই দফায় প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এছাড়া বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন ব্যাটারিচালিত রিকশাচাল করা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশে পিডিবি পয়েন্টে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালায় পুলিশ। এসময় কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।
খবর পেয়ে মেডিকেল রোড, নবাব রোড, শামীমাবাদ ও বাগবাড়ি এলাকা থেকে শতাধিক ব্যাটারিচালিত রিকশাচালক এসে জড়ো হন পিডিবি পয়েন্টে। এসময় তারা পুলিশের অভিযানের প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা মেডিকেল-মদিনা মার্কেট রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের অভিযান পণ্ড হয়ে যায়।
অবরোধের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা চালককে মারধর করা হয়। এসময় আরও কয়েকজন অটোরিকশাচালক এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।
পরে সিএনজিচালিত অটোরিকশা চালকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এসএমপির অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহামদ সাইফুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করছিল। এসময় তারা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে। একপর্যায়ে অটোরিকশা চালকদের সঙ্গে সিএনজি চালকদের সংঘর্ষ হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি