সিলেট ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা ছাত্রদলের সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক এনামুল হক মায়া তার ব্যবহারিত ফেইসবুকে আহবান জানিয়েছেন সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও তার প্রতিষ্ঠান নর্থ ইষ্ট হাসপাতাল বয়কটের জন্য। যা পাঠকদের জন্য হুব হুব তুলে ধরা হলো:
প্রিয় সচেতন সিলেট বাসী..আসসালামু আলাইকুম..
সবাইকে পড়ার ও শেয়ার করার অনুরোধ করছি….
নর্থ ইষ্ট মেডিকেল এন্ড কলেজের ম্যানেজার ডিরেক্টর ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য জনাব ডঃশাহরিয়ার হোসেন চৌধুরী,আপনাকে অনেক ভর মনের নেতা ভেবেছিলাম,কিন্তু না আপনার মতো মানুষ কি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দলের কর্মি হলেন কি ভাবে জানার খোব ইচ্ছে ছিল,,আজ যখন আপনার কাছে গিয়ে বলেছিলাম আমি ছাত্রদল করি,আমার মেডিকেল বিল একটু স্যাক্রিফাইস করতে আপনার ব্যবহার আমাকে বুঝিয়ে দিল আপনি কোন টাইপের মানুষ,,আপনাকে বলছি এক বার অক্সিজেন ব্যবহার,আর নিজের টাকায় ঔষধ,৬দিনে বিল ৫৯হাজর ৮শত ৩০টাকা কি মগের মুল্লুক,আপনাকে ফোন দিয়ে জানালাম বললেন আমি কাল আসবো আর সকালে এসে বলছেন বিল ৬৮হাজার মানে..আচ্ছা যাক বিল দিয়ে আসলাম ৫৫হাজার বুঝতে আর দেরি হলোনা,,আপনি কতটুকু নিচু মনের মানুষ যেখানে ৬দিনে পি পি র বিল ৩৫হাজার,,সিলেটের জন নন্দিত মেয়র মহোদয় ফোন করে বলেছিলেন কিছু টা বিল কম নিতে,,আর আপনি কি করলেন? বললাম না,,প্রিয় সিলেট বাসী নর্থ ইষ্ট হাসপাতাল করোনাভাইরাস কে পুঞ্জি করে সাধারন রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা,,নর্থ ইষ্ট হাসপাতাল কে না বলুন,,আর আমাদের দাবি বিএনপি নেতা জামাতের এজেন্ডা ডঃশাহরিয়ার কে বিএনপি থেকে অব্যাহত দিন,,এদের মতো মানুষের কারনে আজ বিএনপির ত্যাগী নেতা কর্মিরা হতাশ,,এরা রাজনৈতিক পরিচয় দিয়ে হাতিয়ে নিচ্ছে কুটি কুটি টাকা..দয়া করে নর্থ ইষ্ট হাসপাতাল না বলুন..ডঃসাব আপনার সাথে রাজনিতী করার কারনে আমি একবার কারাবরন করেছি..ভুলে গেছেন আপনাকে জেল গেইট থেকে আনার জন্য নিজের পকেট থেকে ১৫/১৬হাজর টাকা খরচ করেছি ২০০৯সালে,আর আপনি তার প্রতিদান ৫৯হাজার ৮শত ৩০টাকা বদলে ৫৫হাজার,,আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে কষ্ট করে আপনার খসাই খানা নর্থ ইষ্ট হাসপাতালের বিল দিয়ে দিলাম সাধারন মানুষ কি করবে?সিলেট বাসীর কাছে প্রশ্ন থেকে গেল…ডঃশাহরিয়ার কে বয়কট করুন সাথে সাথে নর্থ ইষ্ট খসাই খানাকেও।
বিঃদ্রঃ আমরা ছাত্রদল করি আমাদের জানা আছে কি করে অধিকার আদায় করতে হয়,,আজি বুঝিয়ে দিতাম…
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি