সিলেটে তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৫

সিলেটে তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন

 

সিলেটে তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন

অনলাইন ডেস্ক

দেশের ছয়টি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে সিলেটসহ বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে অনেক এলাকাতেই মানুষজনকে পিকনিক স্পট ও পানির ধারে জলকেলিতে সময় কাটাতে দেখা গেছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, বুধবার (১১ জুন) পর্যন্ত নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীসহ রংপুর বিভাগের অন্যান্য অংশ এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগে মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১২ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে।

শুক্রবার (১৩ জুন) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার (১৪ জুন) দেশের বেশিরভাগ বিভাগে বৃষ্টি এবং বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই ধারা রোববার (১৫ জুন) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হলেও আপাতত পুরোপুরি স্বস্তির সম্ভাবনা নেই। তবে বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপদাহের তীব্রতা কিছুটা কমে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ