সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৫
সিলেটে জাফলং-এর আবুল কাশেমকে যুবদল থেকে বহিষ্কার
অনলাইন ডেস্ক
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় দায়িত্ব থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই বহিষ্কার সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্প্রতি জাফলং এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন, পরিবেশবিধি লঙ্ঘন এবং চোরাচালান-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবুল কাশেমকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। তিনি পরিবেশ অধিদপ্তরের দায়ের করা একটি মামলায় পলাতক থাকায় গোয়াইনঘাট থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে জাফলংয়ের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনে সক্রিয় ছিলেন। তাঁর বিরুদ্ধে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আইন লঙ্ঘন করে সরকারি সম্পদের ক্ষতিসাধনেরও একাধিক অভিযোগ রয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সূত্র জানায়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত নেতাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এই বহিষ্কারের মধ্য দিয়ে যুবদল বার্তা দিচ্ছে যে, দলীয় শৃঙ্খলা এবং নৈতিকতা রক্ষায় তারা কঠোর অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি