সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২৫
সিলেটের পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের বাধার ঘটনায় নিন্দার ঝড়
নিজস্ব প্রতিবেদক
কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া এলাকায় পর্যটকদের বাধা দেওয়ার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে পর্যটকদের পাশাপাশি স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট মহলেও তৈরি হয়েছে উদ্বেগ।
গত রোববার ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উৎমাছড়া এলাকায় বেড়াতে আসা পর্যটকদের একটি দলকে স্থান ত্যাগ করতে অনুরোধ করছেন কয়েকজন স্থানীয় ব্যক্তি। তারা দাবি করেন, কিছু পর্যটক অশালীন আচরণ ও মাদক সেবনের মাধ্যমে এলাকার পরিবেশ নষ্ট করছেন। পাশাপাশি তারা এই স্থানকে ‘অস্বীকৃত পর্যটনকেন্দ্র’ আখ্যা দিয়ে পর্যটকদের সেখানে না আসার অনুরোধ জানান।
এ বিষয়ে যুব জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুফতি রুহুল আমীন সিরাজী জানান, “অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন ঠেকাতেই আমাদের সদস্যরা সেখানে গিয়েছিলেন। পর্যটকদের চলে যেতে বলা হয়েছে—এমন বক্তব্যটি একজনের পক্ষ থেকে ভুলবশত এসেছে।”
তবে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পর্যটক এবং স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, “স্থানীয়দের এ ধরনের বাধা পর্যটন খাতের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে। এতে পর্যটক নিরুৎসাহিত হলে ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রকৃত অবস্থা যাচাই করতে ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রশাসন। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, “পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সেখানে তৈরি হয়নি। আমরা স্থানীয়দের অভিযোগ শুনেছি এবং স্পট পরিদর্শন করেছি, তবে অভিযোগের সত্যতা মেলেনি।”
একই কথা জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি জানান, “পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণের জন্য আমরা নিরাপত্তা জোরদার করেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
সংশ্লিষ্টরা পর্যটনস্পটগুলোর পরিবেশ রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা পর্যটকদের উদ্দেশে আন্তর্জাতিক সীমানা অতিক্রম না করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি