সাড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে সিলেট

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২৫

সাড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে সিলেট

সাড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে সিলেট

 

নিজস্ব প্রতিবেদক

 

পুড়ছে সিলেট। তীব্র গরম। অনেকটা আগুনের আঁচের মতো। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও তার দেখা মিলছেনা। গত কয়েকদিন ধরেই চলছে এ অবস্থা। মৃদু তাপ প্রবাহে কাবু সিলেটের জনজীবন।

 

 

আগের দিনের মতো বৃহস্পতিবারও সারাদিন সিলেট মহানগর ও আশপাশ এলাকায় তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে।

 

 

সকাল থেকেই ছিল কাঠফাটা রোদ। বাতাসের উপস্থিতি সকাল গড়িয়ে দুপুর পেরিয়ে বিকেলের দিকে এক আদটু মিললেও তা স্বস্তির জন্য মোটেও যথেষ্ট ছিলনা।

 

স্বাভাবিকভাবেই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। সিলেটের বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানগুলোতে যদিও এখনো ঈদের ছুটির আমেজ বিরাজ করছে। সবগুলো খুলেনি। খুলেনি সরকারি বেসরকারি অফিস আদালও।

 

তবে দোকানপাট যাওবা খোলা ছিল, তেমন একটা ব্যবসা বাণিজ্য হয়নি। লোকজনকে বাইরে বসে বাতাসের জন্য হাহাকার করতে দেখা গেছে। অনেকেই জানিযেছেন, ভাই ফ্যানর বাতাসও গরম অইগেছে।

 

তবে যাদের প্রতিষ্ঠানে এসি আছে তারা বেশ স্বস্তিতেই ছিলেন বা আছেন। গ্রামাঞ্চলেও একই অবস্থা। খোঁজ নিয়ে জানা গেছে, নদ-নদীগুলো এখন কানায় কানায় ভরা। কিন্তু তবুও কোথাওয় কোথাও সুরমায় দূরন্তপনায় মেতেছিল কিশোরের দল। আর গ্রামাঞ্চলের পুকুরেও ছিল তুমুল ব্যস্ততা।

 

এদিকে আবহাওয়া অফিস সিলেট অঞ্চলে সন্ধ্যার আগেই ঝড়ো বৃষ্টিার আভাস দিলেও সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তেমন কোনো সম্ভাবনা বা আশঙ্কা দেখা যায়নি।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, এ অঞ্চলে বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কোথাও কোথাও সামান্য পরিবর্তন হতে পারে।

 

 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহওয়ার পূর্বাভাসে তারা জানিয়েছে, এই ২৪ ঘন্টায় সিলেট ও আশপাশ এলাকার কোনো কোনো জায়গায় বজ্রসহ ঝড়ো হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

সিলেটবাসী অবশ্য এখন বৃষ্টির স্বস্তির অপেক্ষায়!

এ সংক্রান্ত আরও সংবাদ