সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুন ১২, ২০২৫
সিলেটে কারাবন্দিদের ভিন্নধর্মী ঈদ আনন্দ
অনলাইন ডেস্ক
সারাদেশের মতো সিলেট মেট্রোপলিটন কারাগারেও ঈদুল আজহা উপলক্ষে তিন দিনব্যাপী ছিল বন্দিদের জন্য ভিন্নরকম আনন্দ আয়োজন। ১০ জুন রোববার পর্যন্ত চলে ঈদের বিশেষ আয়োজন, যেখানে বন্দিরা পেয়েছেন প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগ এবং উপভোগ করেছেন তাদের হাতের রান্না করা খাবার।
কারা সূত্রে জানা গেছে, টানা তিন দিন ধরে বন্দিরা স্বজনদের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ পান। বাহারি খাবারের পাশাপাশি বাড়ি থেকে আনা নিজস্ব রান্নার খাবার খেয়ে আনন্দ ভাগাভাগি করেন বন্দি ও দর্শনার্থীরা। তবে রোববার ঈদের শেষ দিনে আবেগঘন বিদায়ের দৃশ্য চোখে পড়ে—অনেক দর্শনার্থীকে দেখা যায় কান্নাজড়িত কণ্ঠে বন্দিদের রেখে চলে যেতে।
বন্দিদের ঈদ আনন্দ নিয়ে ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া বলেন, “ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ থেকে কারাবন্দিরাও যেন বঞ্চিত না হয়, সে ভাবনা থেকেই সিলেট মেট্রোপলিটন কারাগারে বিশেষ আয়োজন করা হয়। বন্দিদের সঙ্গে একত্রে ঈদের জামাত আদায় করা হয়েছে। তাদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময়, খোঁজখবর নেওয়া হয়েছে।”
পাঁচ শতাধিকেরও বেশি বন্দির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। ইমামতি করেন মাওলানা অলিউল্লাহ। আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেলার প্রশান্ত কুমার বণিক এবং জেলার আরিফুর রহমান।
কারাবন্দি শাহিন আহমদ বলেন, “কারাগারে ঈদের খাবার খেয়ে যেমন খুশি হয়েছি, তার চেয়েও বেশি খুশি হয়েছি কারা কর্তৃপক্ষের ব্যবহার দেখে। একসাথে জামাতে নামাজ আদায় করতে পারায় বিশেষ আনন্দ পেয়েছি।”
সদ্য জামিনে মুক্ত তেরা মিয়া ওরফে কালা বলেন, “সিলেট মেট্রোপলিটন কারাগারে বন্দিরা এখন আগের চেয়ে অনেক স্বস্তিতে আছে।”
ঈদের দিনে সংবাদ সংগ্রহে থাকা দি ডেইলি প্রেজেন্ট টাইম এবং অনলাইন নিউজ পোর্টাল ‘সমবানী’র সিলেট ব্যুরো চিফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া বলেন, “সিলেট মেট্রোপলিটন কারাগারে নতুন কোনো ভবন না থাকলেও পুরনো ভবনগুলো অত্যন্ত পরিচ্ছন্ন ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। তবে নতুন ভবনের প্রয়োজনীয়তা রয়ে গেছে। বর্তমানে বন্দিদের জন্য বড় সংকট হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ।”
এ বিষয়ে কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া জানান, “জানালাবাদ গ্যাস কর্তৃপক্ষ খুব শিগগিরই, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে গ্যাস সংযোগ নিশ্চিত করবে।”
সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, “কারাগার সম্পর্কে সাধারণ মানুষের ভুল ধারণা পরিবর্তনের লক্ষ্যে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আইজি প্রিজন এবং ডিআইজি প্রিজনের নির্দেশনায় কারাবন্দিদের মানবিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি।”
সবশেষে কর্মকর্তারা একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বন্দিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি