সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫
দেশে ফিরেছেন ২৩৬৫৯ বাংলাদেশি হাজি, মৃত্যু ২৯
অনলাইন ডেস্ক
হজ পালন শেষে সৌদি আরব থেকে এ (রবিবার) পর্যন্ত দেশে ফিরেছেন মোট ২৩ হাজার ৬৫৯ জন বাংলাদেশি হাজি। এছাড়াও পবিত্র হজ চলাকালে সৌদি আরবে কমপক্ষে ২৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।
হজ অফিসের একজন কর্মকর্তা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের একটি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের দু’টি-মোট চারটি ফ্লাইট আজ ৮২২ জন হাজিকে নিয়ে দেশের উদ্দেশে রওয়ানা দেবে।
হজ অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৭৬ জন হাজি দেশে ফিরেছেন। অপরদিকে, বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ১৯ হাজার ৪৮৩ জন হাজি ৬০টি ফ্লাইটে দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সাউদিয়া এয়ারলাইন্সের ২৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি বিমান রয়েছে।
পবিত্র হজ চলাকালে সৌদি আরবে কমপক্ষে ২৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৪ জন নারী। এ বছর পবিত্র হজ করতে গিয়ে মক্কায় ১৮ জন, মদিনায় ৯ জন ও আরাফাতে এক জন মারা গেছেন। জেদ্দাহ, মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এ বছরের হজ কার্যক্রম ২৯ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছিল ও ৩১ মে তা শেষ হয়। হাজিদের দেশে ফিরিয়ে আনার জন্য ১০ জুন থেকে শুরু হওয়া হজ ফ্লাইটগুলো ১০ জুলাই পর্যন্ত চলবে।
সূত্র : বাসস।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি