যুক্তরাজ্য বিএনপি নেতা আতিকুর রহমান চৌধুরী পাপ্পুর মাতার মৃত্যুতে মহানগর বিএনপির শোক প্রকাশ

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫

যুক্তরাজ্য বিএনপি নেতা আতিকুর রহমান চৌধুরী পাপ্পুর মাতার মৃত্যুতে মহানগর বিএনপির শোক প্রকাশ

যুক্তরাজ্য বিএনপি নেতা আতিকুর
রহমান চৌধুরী পাপ্পুর মাতার মৃত্যুতে
মহানগর বিএনপির শোক প্রকাশ

 

যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান চৌধুরী পাপ্পু এর মাতার গতকাল নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু এর মাতা একজন ধার্মিক ও সাদাসিধা মানুষ ছিলেন। আল্লাহ যেন উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।
এদিকে আগামীকাল বাদ আসর শাহী ঈদগা ময়দানে মরহুমা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে সকল ধর্মপ্রান মুসলমানকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ