সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫
ট্রাম্প যেন ইচ্ছা করলেই যুদ্ধে জড়াতে না পারেন — প্রস্তাব আনছেন মার্কিন সিনেটর
অনলাইন ডেস্ক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ইচ্ছা করলেই যুদ্ধে জড়াতে না পারেন — মার্কিন কংগ্রেসে এমন একটি প্রস্তাব আনছেন ডেমোক্রেটিক মার্কিন সিনেটর টিম কেইন।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের উত্তেজনা বেড়ে যাওয়ায় ভার্জিনিয়ার ডেমোক্রেটিক সিনেটর টিম কেইন এই পদক্ষেপ নিয়েছেন।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো ধরনের সামরিক হামলা চালাতে পারবেন না।
টিম কেইন বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য একান্ত প্রয়োজন না হলে ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়া উচিত নয়। আমি খুবই চিন্তিত, ইসরায়েল-ইরানের চলমান উত্তেজনা আমাদের আরেকটি দীর্ঘ ও অনর্থক যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।’
এদিকে, রয়টার্স জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইউরোপে কিছু জ্বালানিবাহী বিমান সরিয়ে নিয়েছে যাতে ট্রাম্প চাইলে সামরিক পদক্ষেপ নিতে পারেন।
এছাড়া নিউইয়র্ক টাইমস ও রয়টার্স খবর প্রকাশ করেছে, মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস নিমিৎজ’ মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে। এটি আগে থেকেই নির্ধারিত মিশনের অংশ।
বিডিপ্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি