সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫
চুনারুঘাটে ভারতীয় যুবক গ্রে ফ তা র
অনলাইন ডেস্ক
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে প্রবেশ করার সময় ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে ৫৫-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে চুনারুঘাট উপজেলার মঙ্গলীয়া এলাকায় ৫৫ বিজিবির নিয়মিত টহল দল তাকে আটক করে।
আটক মিটন দাস (২৪) আসামের শিলচর টাউন এলাকার জহরলাল দাসের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৯৫২/২৬-এস এলাকা থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানকালে তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ভারতীয় রুপি ১৫৯৩ টাকা, বাংলাদেশি মুদ্রা ১৯৫০ টাকা, এক বোতল ভারতীয় মদ, একটি মোবাইল, আধার কার্ড, প্যান কার্ড, আইডি কার্ড, দুটি হাতঘড়ি, একটি ইয়ারবাড, মানিব্যাগ, মোবাইল চার্জার ও কাঁধ ব্যাগ উদ্ধার করা হয়।
পরে আটক মিটনকে আইনানুগ প্রক্রিয়ায় চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি