সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৫
ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি বন্ধ করুন: সংগ্রাম পরিষদ
সংবাদ বিজ্ঞপ্তি
৩ জুলাই ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি সফল করার লক্ষ্যে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর ৫নং ওয়ার্ডে এক কর্মীসভা ১৭ জুন মঙ্গলবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়।
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার ৫নং ওয়ার্ডের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবু জাফর, জেলা সভাপতি শহীদ আহমদ, মহানগর শাখার যুগ্ম সম্পাদক মাহফুজ আহমদ, সংগ্রাম পরিষদের ৫নং ওয়ার্ডের আলতাফ হোসেন, জসিম উদ্দিন, লিমন আহমেদ, হৃদয়, রাফি আহমদ, নজরুল ইসলাম, প্রমূখ।
কর্মীসভায় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে সারাদেশে শ্রমজীবী মানুষেরা ব্যাপক ভাবে অংশগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে অন্তবর্তীকালীন সরকার শ্রমজীবী মানুষের দাবী উপেক্ষা করে চলছে। সরকার ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিকদের লাইসেন্স প্রদান না করে ঢাকা সহ সারাদেশে উচ্ছেদের আয়োজন করছে।
বক্তারা অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান করা, হয়রানি -উচ্ছেদ বন্ধের আহ্বান জানান।বক্তারা আগামী ৩জুলাই ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক-মালিকদের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি