সিলেটের সার্বিক করোনা পরিস্থিতি, জানা গেলো যা

প্রকাশিত: ৭:০৭ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৫

সিলেটের সার্বিক করোনা পরিস্থিতি, জানা গেলো যা

সিলেটের সার্বিক করোনা পরিস্থিতি, জানা গেলো যা

 

নিউজ ডেস্ক

সিলেটের সার্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান।

মঙ্গলবার তিনি জানান, সিলেটে মোট তিনজনের করোনা সনাক্ত হয়েছে। এদের একজন সনাক্ত হয়েছেন মঙ্গলবার, সিলেটের বেসরকারি হাসপাতাল নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। এর আগে আরও দুইজনের করোনা সনাক্ত হয়। তাদের শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

এ দু’জনের একজন ৮০ বছর বয়স্ক এক বৃদ্ধ। তিনি আইসিইউতে আছেন এবং তার অবস্থা অপরিবর্তিত।

 

মঙ্গলবার সনাক্ত হওয়া ব্যক্তিটি একজন পুরুষ এবং সিলেট জেলার অধিবাসী। গত কয়েকদিনে সিলেটে মোট ৩৭ জনের করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে সনাক্ত হলেন ৩জন। সনাক্তের হার ৮ দশমিক ১০।

 

এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় সিলেটের স্বাস্থ্য বিভাগের সার্বিক প্রস্তুতি সম্পর্কে ডা. মো. আনিসুর রহমান জানান ও শহিদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. মিজান জানিয়েছেন, শহিদ শামসুদ্দিন হাসপালই করোনা চিকিৎসার জন্য সিলেটের একমাত্র ডেডিক্যাটেড হাসপাতাল। হাসপাতালটির ৩০টি বেড নিয়ে একটি ওয়ার্ডকে করোনা আইসোলেশন সেন্টার হিসাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও আছে ১৬টি আইসিইউ বেড।

 

 

সিলেটে করোনা পরীক্ষার কাজ চলছে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে। আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবটিকেও প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তাদের বললেই তারা কাজ শুরু করতে সক্ষম। আর বেসরকারি পর্যায়ে কিছু কিছু পরীক্ষা করছে সীমান্তিক।

 

আর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে। চলছে সিলেটের অন্যান্য স্থলবন্দরেও।

এ সংক্রান্ত আরও সংবাদ