সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৫
খামেনি আমাদের লক্ষ্য, কিন্তু হত্যা এখন নয়: ট্রাম্প
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় অবস্থান করছেন— সে তথ্য যুক্তরাষ্ট্রের জানা রয়েছে। তবে এই মুহূর্তে তাকে হত্যার কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি আমাদের সহজ লক্ষ্য, তবে বর্তমানে সেখানে নিরাপদে রয়েছেন। আমরা তাকে এখনই হত্যা করছি না, অন্তত এই মুহূর্তে নয়।’
পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, ‘আমরা চাই না যে ইরান বেসামরিক জনগণ কিংবা আমাদের সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাক। আমাদের ধৈর্য এখন শেষের দিকে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইরানে সাম্প্রতিক ইসরায়েলি হামলার ঘটনায় তারা কোনোভাবে সম্পৃক্ত নয়। যদিও ইসরায়েল বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তা ও প্রযুক্তিগত সহায়তা পেয়ে আসছে।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানে ক্রমবর্ধমান সংঘাত ও উত্তেজনার সময় এ ধরনের বার্তা অঞ্চলটির সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি