সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৫
ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলার দাবি
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের সামরিক স্থাপনায় আবারও বিমান হামলা চালানোর দাবি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমানবাহিনী ইরানের ১২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার।
এর আগে ইসরায়েল দাবি করেছিল, তেহরানে তাদের সাম্প্রতিক হামলায় ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আলী শাদমানি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সৈয়দ আবদোলরাহিম মুসাভি জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ হামলা শিগগিরই চালানো হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে তিনি বলেন, “এখন পর্যন্ত পরিচালিত অপারেশনগুলো ছিল সতর্কতামূলক। শাস্তিমূলক অপারেশন অচিরেই কার্যকর করা হবে।”
বিশ্লেষকদের মতে, মুসাভির এ বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে। ইরান ও ইসরায়েলের পুরোনো বৈরিতা নতুন মাত্রা পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই হামলার সুনির্দিষ্ট সময় বা ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ইরানের সেনাবাহিনী দাবি করেছিল, গত ২৪ ঘণ্টায় তারা ২৮টি শত্রু বিমান শনাক্ত ও প্রতিহত করেছে। এর মধ্যে একটি ছিল গুপ্তচর ড্রোন, যা সংবেদনশীল স্থান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল।
তবে ইসরায়েল এসব দাবি নাকচ করে দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানে তাদের চলমান অভিযানে কোনো বিমান বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি। আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন দাবি করেন, “তেহরানের আকাশে সম্পূর্ণ বিমান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ইসরায়েল।”
এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি