সিলেটে ক্রাশার মেশিনের বিরুদ্ধে অ্যা ক শ ন চলছেই

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫

সিলেটে ক্রাশার মেশিনের বিরুদ্ধে অ্যা ক শ ন চলছেই

সিলেটে ক্রাশার মেশিনের বিরুদ্ধে অ্যা ক শ ন চলছেই

 

নিজস্ব প্রতিবেদক

সিলেটে অবৈধ ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান চালছেই। আরও অর্ধ শতাধিক ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রাশসন।

 

বুধবার (১৮ জুন) গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্ব টাস্কফোর্স অভিযান চালিয়ে ৬৭টি ক্রাশার মেশিনের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। তারা মিটারগুলোও জব্দ করেছে।

 

এর আগে মঙ্গলবার ধোপাগুলে ৩৩, সোমবার একই এলাকায় ৩০টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। ওই দিন জৈন্তা পাঁচটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

বুধবার দুপুর ১২টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারি এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স।

 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, অভিযান চলবে।

এ সংক্রান্ত আরও সংবাদ