সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৫
তারাপুর চা বাগান :দখল হওয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি ভূমি উ দ্ধা র শুরু
নিজস্ব প্রতিবেদক
সিলেটের তারাপুর চা বাগানের বিপুল পরিমাণ ভূমি অবৈধভাবে দখল করে রেখেছেন প্রভাবশালীরা। এমনিক জাল কাগজ সৃজন করে অনেকে বিক্রিও করে দিয়েছেন। দীর্ঘদিন পর দেবোত্তর সম্পত্তির উপর সৃজিত এই চা বাগানের দখল হয়ে যাওয়া ভূমি উদ্ধারে এবার মাঠে নেমেছে চা বাগান কর্তৃপক্ষ।
বুধবার (১৮ জুন) সকাল ১০টা থেকে এই উদ্ধার কার্যক্রম শুরু হয়।
সিলেট নগরীর অভ্যন্তরে তারাপুর চা বাগান। শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তির উপর গড়ে ওঠেছে এই চা বাগান। দীর্ঘদিনের আইনী লড়াই শেষে দেবোত্তর সম্পত্তির উপর সৃজিত বাগানটির মালিকানা পায় সরকার। বাগান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে গঠন করে দেওয়া হয় কমিটি। কিন্তু এর আগেই প্রভাবশালীরা বাগানের বিপুল পরিমাণ ভূমি দখল করে বাসা-বাড়ি ও বিভিন্ন ধরণের স্থাপনা নির্মাণ করেন। কেউ কেউ দখলকৃত ভূমি জাল কাগজাদির মাধ্যমে বিক্রিও করেছেন।
এই অবস্থায় অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর প্রশাসন ও বাগান পরিচালনার দায়িত্বরতরা অবৈধ দখলে থাকা ভূমি উদ্ধারে নামেন। বুধবার (১৮ জুন) সকাল থেকে শুরু হয় উদ্ধার অভিযান। সার্ভে করে অবৈধভাবে দখলকৃত ভূমি চিহ্নিত করে ‘লাল নিশান’ টানানো হয়।
চা-বাগানের দখলকৃত জায়গা উদ্ধারে উপস্থিত ছিলেন তারাপুর চা বাগানের পক্ষে সরকার নিয়োজিত আইনজীবী মো. সামসুজ্জামান জামান ও বাগানের ব্যবস্থাপক রিংকু দে, সরকারি সার্ভেয়ার ও গণমাধ্যমকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি