সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৫
সিলেটসহ সারাদেশ একদিনে গ্রে ফ তা র দেড় হাজার
অনলাইন ডেস্ক
সিলেটসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার করা হয়েছে আরও ১ হাজার ৪৮৭ জনকে। শুক্রবার (৪ জুলাই) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে ১ হাজার ৪৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৫ জন এবং অন্যান্য অভিযোগে আরও ৪৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ৭ দশমিক ৬২ মিলিমিটার চায়না এসএমজি, এক নলা বন্দুক, রিভলবার, ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এসএমজির ৩০টি খালি খোসা, চাপাতি, ছুরি, সুইচ গিয়ার, দা, স্টিলের কিরিচ এবং লোহার সাইকেল চেইন ইত্যাদি।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি