সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৫
প্রতিশ্রুত আবাসনসেবা দিতে ব্যর্থ
চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
লাইসেন্স স্থগিত হওয়া চারটি কোম্পানির নাম বা আর্থিক জরিমানার পরিমাণ জানানো হয়নি
অনলাইন ডেস্ক
আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সৌদি আরব। দেশটি চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে। এছাড়া আরও অনেক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। লাইসেন্স স্থগিত হওয়া চারটি কোম্পানির নাম বা আর্থিক জরিমানার পরিমাণ জানানো হয়নি।
আজ শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উমরাহ যাত্রীদের জন্য আবাসন পরিসেবা সংক্রান্ত লঙ্ঘনের কারণে চারটি উমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করেছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়। এ সময় বেশ কয়েকটি কোম্পানির ওপর আর্থিক জরিমানা আরোপ করেছে। উমরাহ যাত্রীদের জন্য প্রতিশ্রুত আবাসনসেবা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হঠাৎ করে পরিচালিত একাধিক মাঠপর্যায়ের পরিদর্শনে দেখা যায়, কিছু কোম্পানি অনুমোদিত কর্মসূচির আওতায় চুক্তি অনুযায়ী মানসম্মত সেবা প্রদান করছে না। এতে হাজিদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, এসব অনিয়ম সেবাদাতাদের সাথে করা চুক্তির লঙ্ঘন এবং আমাদের প্রত্যাশিত মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। হাজিদের আরাম, নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
মন্ত্রণালয় জানিয়েছে, কোম্পানিগুলোর অনিয়মের মাত্রা ও পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
সৌদি আরবের ভিশন ২০৩০ অনুযায়ী ধর্মীয় পর্যটন সম্প্রসারণ এবং উন্নয়নের লক্ষ্যে এ ধরনের পরিদর্শন ও নজরদারি অব্যাহত থাকবে বলেও মন্ত্রণালয় জানায়।
সূত্র : গালফ নিউজ
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি