সিলেট দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২৫ এর প্লে অব ম্যাচ পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

সিলেট দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২৫ এর প্লে অব ম্যাচ পুরস্কার বিতরণ

সিলেট দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২৫ এর প্লে অব ম্যাচ পুরস্কার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এবং দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির পরিচালনায় ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের স্বনামধন্য ১০টি ক্লাবের অংশগ্রহণে সিলেট জেলা স্টেডিয়ামে চলমান ‘‘দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২৪-২০২৫’’ এর ০৫ জুলাই ২০২৫ তারিখের হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ইয়ুথ সেন্টার ক্লাব এর মধ্যকার ১ম সমেফিাইনাল ম্যাচ ফলাফল নিম্নরূপ

হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ০৪-০ গোলে ইয়ুথ সেন্টার ক্লাব কে হারিয়ে বিজয়ী হয়।
উক্ত ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব এর ৮নং জার্সিধারী খেলোয়াড় ওমর । উক্ত ম্যাচের প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন মানিক ও সাবকে ফফিা রফোরী ফয়জুল ইসলাম আরজি, সলিটে জলো ফুটবল এসোসয়িশেন (ডএিফএ) এর র্কাযনর্বিাহী সদস্য মহউিদ্দনি রাসলে।

‘‘দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২৪-২০২৫’’ এর ০৬ জুলাই ২০২৫ তারিখের ২ম সমেফিাইনাল ম্যাচ:

শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব বনাম শহীদ বাছির অগ্রগামীক্লাব।
(বেলা ০৩.৩০ টা, সিলেট জেলা স্টেডিয়াম)