সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জের তুরাবের বাড়িতে মাদকের আ ড় ত!
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তুরাব মিয়ার বাড়ি যেনো মাদকের আড়ত। এ বাড়িটি থেকে ভরতীয় মদের বিশাল চালান জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চালানটি জব্দ করে।
জানা গেছে, সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এএসআই (উপ পরিদর্শ) মো. মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় তারা কোম্পানীগঞ্জ গ্রামের তুরাব আলীর (৪৫) বাড়ি থেকে ৭০০ বোতলে ২৮৩ লিটার ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের বাজারমূল্য ৭ লাখ ৫৬ হাজার টাকা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় উপ-পরিদর্শক মো. মামুনুর রশিদ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি