‘বাউন্সার নিয়ম’ নিয়ে স্যামির বিস্ফোরক মন্তব্য

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০

‘বাউন্সার নিয়ম’ নিয়ে স্যামির বিস্ফোরক মন্তব্য

খেলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রে পুলিশি নৃশংসতায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার পর থেকে বর্ণবিদ্বেষী বিক্ষোভে সবচেয়ে বেশি সক্রিয় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ড্যারেন স্যামি।

আইপিএলসহ নানা টুর্নামেন্টে তিনি নিজেও বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্যামি।

এবার বর্ণবাদের সঙ্গে ক্রিকেটের বাউন্সার নিয়মের যোগসূত্রতা রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

সাবেক এই ক্যারিবীয় অধিনায়কের মতে, কৃষ্ণাঙ্গদের দমিয়ে রাখতেই বাউন্সারের ব্যাপারে আনা হয়েছে বিধিনিষেধ। কেননা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ক্রিকেটে রাজত্ব শুরুর আগে ইচ্ছামতো বাউন্সার দিতে পারতেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পেসাররা। যখনই কৃষ্ণাঙ্গরা ২২ গজে দাপুটে পেস আক্রমণ শুরু করলেন, তখনই বাউন্সারে সীমাবদ্ধতার বিধিনিষেধ আরোপ করলেন নিয়ন্ত্রকরা।

স্যামির দাবি, কৃষ্ণাঙ্গ পেসারদের আটকে রাখার জন্যই মূলত এই নিয়ম করা হয়েছে।

সম্প্রতি ইনসাইড আউট অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ড্যারেন স্যামি।

উদাহরণ দিয়ে স্যামি বলেন, ‘ফায়ার ইন দ্য ব্যাবিলন, (জেফ) থমসন- (ডেনিস) লিলিসহ অন্যরা ঠিকই জোরে বল করতেন এবং ব্যাটসম্যানদের আঘাত দিতেন। তখন ওয়েস্ট ইন্ডিজ দলে এত আক্রমণাত্মক পেসার ছিল না। কিন্তু এর পর থেকে এই ডিপার্টমেন্টে কৃষ্ণাঙ্গদের আধিপত্য শুরু হলে বাউন্সারের নিয়ম আনা হয়।

স্যামি ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেন, এটি কে কীভাবে দেখে জানি না; কিন্তু আমার মতে, কৃষ্ণাঙ্গদের দমিয়ে রাখার জন্যই এই নিয়ম করা হয়েছে।

প্রসঙ্গত সত্তর-আশির দশকে ক্যারিবীয় দলের বিশ্বজুড়ে শাসনের নেপথ্যে ছিলেন পেসাররা। তাদের হাতে বড় অস্ত্র হয়ে উঠেছিল বাউন্সার। এই পরিস্থিতিতে ১৯৯১ সালে আইসিসি প্রত্যেক ওভারে প্রত্যেক ব্যাটসম্যানকে একটাই বাউন্সার দেয়ার নিয়ম চালু করেছিল। ১৯৯৪ সালে আইসিসি ওভার প্রতি ২টি বাউন্সারের নিয়ম চালু করে। নিয়ম ভাঙলে পেনাল্টি ছিল ২ রান। ২০০১ সালে ওয়ানডে ক্রিকেটে ওভারপ্রতি একটি বাউন্সারের নিয়ম চালু হয়। নিয়ম ভাঙলে নো-বল হিসেবে ১ রান পেত ব্যাটিং দল। ২০১২ সালে ওভারপ্রতি ২টি বাউন্সারের নিয়ম করা হয়।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ