সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর টহল গাড়িতে হামলা করা হয়েছে। এতে সেন্ট্রাল রির্জাভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক জওয়ান নিহত হয়েছেন। এছাড়া সড়কে থাকা ১২ বছরের এক কিশোরও নিহত হয়।
শুক্রবার দুপুর ১২ টার দিকে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে এ হামলা চালানো হয়।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অনন্তনাগের বিজেহেরায় নিরাপত্তাকর্মীরা টহল দিচ্ছিলেন। সেই সময়ই কিছু জঙ্গি মোটরসাইকেলে করে এসে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে এক সিআরপিএফ সদস্য নিহত হন। এ সময় নিরাপত্তা কর্মীরা পাল্টা হামলা চালালেও হামলাকারীরা পালিয়ে যায়। ওই টহল বাহিনী মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ছিল। পাশাপাশি হামলার সময় ১২ বছরের এক কিশোর নিহত হয়।
সিআরপিএফের বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের হামলায় সেনা জওয়ান ও কিশোর গুলিবিদ্ধ হলে, তাদের উদ্ধার করে বিজেহেরা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি