সিলেট ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১
স্পোর্টস ডেস্ক
অবশেষে গাঁটছড়া বাঁধলেন জাতীয় দলের এক সময়ের তারকা অলরাউন্ডার নাসির হোসেন।
গত রোববার বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরায় এক রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠানিকতা সেরেছেন তিনি।
করোনার কারণে স্বল্প পরিসরে আয়োজিত হয় এ বিয়ের অনুষ্ঠান। বিয়েতে শুধু দুই পক্ষের ঘনিষ্ঠজনরাই উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার নাসিরের বিয়ের একটি ভিডিও প্রকাশ হয়। যা রীতিমতো ভাইরাল।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন নাসির। এর পর এখনও পর্যন্ত ১ লাখ ৪৫ হাজারের বেশি লাইক জমা পড়েছে। সাড়ে ৯ হাজারের বেশি কমেন্টে ভেসেছে সেই ভিডিও।
ভিডিওতে দেখা গেছে, নববধূর সঙ্গে চমৎকার কিছু খুনসুটিতে মেতেছেন নাসির। ভালোভাসা মাখা সেই ভিডিওতে নবদম্পতির হাসি, আনন্দ, সবই ফুটে উঠেছে। বিষয়টি নাসিরের ভক্ত-অনুরাগীদের আনন্দ দিয়েছে। নবদম্পতি যেন সারাজীবনই এভাবে হাসিখুশিতে মেতে থাকেন সেই প্রার্থনা করেন ভক্তরা।
জানা গেছে, নাসিরের সহধর্মীনি তামিমা তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। সৌদি এয়ারলাইন্সে কাজ করেন তিনি।
নাসির হোসেনের এক ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে নাসিরের পরিবার। তার আগে ১৭ ফেব্রুয়ারি যৌথভাবে গায়েহলুদের আনুষ্ঠানিকতা সারা হবে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে একজন তরুণীকে নিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর পোস্টটা ডিলিট করে দেন।
জানা গেছে, তামিমা তাম্মিই ছিলেন সেই তরুণী।
এদিকে আকদের পর রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নববধূর সঙ্গে তোলা বেশ কয়েকটি বিয়ের ছবি আপলোড করেন নাসির।
ক্যাপশনে লেখেন– আলহামদুলিল্লাহ, আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি