পীর হবিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি পালিত

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

পীর হবিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি পালিত

অনলাইন ডেস্ক :: ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ পীর হবিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) নানা কর্মসূচি পালিত হয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমা বাঘর খলাস্থ তাঁর নিজ বাড়িতে (পীরবাড়ি) এসব কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার দিনব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, শিরনি বিতরণ, মরহুমের কবর জিয়ারত এবং কবরে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়।

এতে উপিস্থিত ছিলেন মুক্তিযাদ্ধা মনির উদ্দিন চৌধুরী, এয়ারলাইনস ক্লাব ওসমানী ইনট্যান্যশনাল এয়ারপোট সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, জুনেদুর রহমান চৌধুরী, মাছুম আহমদ, গুলজার আহমদ, এডভোকেট তালেব আলী, আজিজুর রহমান খোকন, শংকর ঘোষ, কালা মিয়া, বাবুল আহমদ ও দুলাল আহমদ প্রমুখ।

এছাড়াও এসব কর্মসূচিতে পার্টির নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল সমূহের নেতাকর্মীকে উপস্থিত ছিলেন।