সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০
খেলা ডেস্ক :: করোনা টেস্ট বিতর্কের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই (পিসিবি) দায়ী করেছেন কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক। সাবেক এ অধিনায়ক পিসিবির মেডিকেল কর্মীদের কাজে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানের সাবেক এ প্রধান নির্বাচক বলেছেন, খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা করার জন্য আমি পিসিবির কাছে অনুরোধ করব। পিসিবির মেডিকেল টিম যদি ভালোভাবে করোনা টেস্ট করত তাহলে মোহাম্মদ হাফিজের ব্যক্তিগতভাবে পরীক্ষা করার প্রয়োজন হতো না।
পাকিস্তানের হয়ে ১২০টি টেস্ট আর ৩৮৭টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৫টি সেঞ্চুরির সাহায্যে ২০ হাজার ৫৬৯ রান সংগ্রহ করা ইনজামাম আরও বলেছেন, একটি সূত্রে আমাকে জানিয়েছে, গত দুইদিন ধরে পিসিবির মেডিকেল কর্মীরা জাতীয় দলের খেলোয়াড়দের ফোনও সিরিভ করেনি। এটি একটি অত্যন্ত খারাপ মনোভাব। এই কঠিন সময়ে পিসিবি ক্রিকেটার সেভাবে সমর্থন করছে না।
ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ক্রিকেটাদের তাদের বাড়িতে আলাদা করে রাখার চেয়ে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে রাখা হলে ভালো হতো। এমনটি জানিয়ে ইনজামাম বলেন, পিসিবির উচিত ছিল এই খেলোয়াড়দের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রাখা। যাতে তারা করোনামুক্ত থাকতে পারে।
সোমবার পিসিবির করোনা টেস্টে শাদাব খান, হারিস রউফ ও হায়দার আলী পজিটিভ হন। মঙ্গলবার ৩৫ জনকে করোনা টেস্ট করা হল তাতে পজিটিভ আসে ৭ জন খেলোয়াড়ের।
তবে করোনা উপসর্গ না থাকা সত্ত্বে পিসিবির টেস্টে পজিটিভ আসে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজের। তারকা এ অলরাউন্ডার পিসিবির এমন রিপোর্টে হতাশ হয়েই ব্যক্তিগতভাবে করোনা পরীক্ষা করান, তাতে তার ফল নেগেটিভ আসে। আর এ কারণেই পিসিবি করোনা টেস্ট প্রক্রিয়া নিয়েই বিতর্ক শুরু হয়। আর এই বিতর্কের জন্য ক্রিকেট বোর্ডকেই দায়ী করেছেন ইনজামাম।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি